Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

এই ওয়েব সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে হয় কিভাবে প্যাসিভ ইনকাম এবং একটিভ ইনকাম করতে হয় বা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে হয় তাই এই কাজগুলো আপনার শেখার জন্য আমাদের ওয়েবসাইটে সাথেই থাকবেন এখানে প্রতিদিন পোস্ট করা হয়। যদি কোন প্রশ্ন থাকে আমাদের যে কোন পোষ্টের নিচে গিয়ে কমেন্ট করবেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ। 👉 Welcome to this web site. Through this website you can learn how to earn online, how to earn passive income and active income or how to earn money at home, so stay with us on our website for your learning. If you have any questions comment below any of our posts or contact us directly. thank you.

ফ্রিল্যান্সিং কি? নতুন অবস্থায় যে কাজ শিখবেন। ফ্রিল্যান্সিং শুরু করার সকল কাজের লিস্ট একসাথে। What is freelancing? You will learn to work in new conditions. All the tips to start freelancing.


ফ্রিল্যান্সিং কি? নতুন অবস্থায় যে কাজ শিখবেন। ফ্রিল্যান্সিং শুরু করার সকল কাজের লিস্ট একসাথে। What is freelancing? You will learn to work in new conditions. All the tips to start freelancing.

 ফ্রিল্যান্সিং 


আজকাল অনেক তরুণ তরুণী ফ্রিল্যান্সিং করে নিজের জীবন সাবলম্বী করছে। আপনিও যদি খুবই সহজে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য কারণ এই পোস্ট এর মধ্যে শিখতে পারবেন

1. ফ্রিল্যান্সিং কি? 

2. ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন?

3. ফ্রিল্যান্সিং যে কাজ গুলো আপনি শুরু করতে পারেন?

4. ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি ভাষা কত টা জানতে হবে?

5. ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোন মার্কেটপ্লেস সেরা?


প্রায় সব ওয়েবসাইটে এবং ইউটুব চ্যানেলে ফ্রিল্যান্সিং কাকে বলে এই টপিক নিয়ে অনেক ভিডিও এবং ওয়েবসাইটে পোস্ট করেছে কিন্তু তারা ৪ মিনিটের ভিডিও ১০ মিনিট বানিয়ে ফেলে। তাই এই পোস্টে শুধু যেগুলো গরুত্বপুর্ণ কথা সেগুলো পাবেন।  আশা করি আপনার সকল প্রশ্ন এবং ফ্রিল্যান্সিং কি ভাবে শুরু করবেন সেটা জানতে পারবেন। 


 1. ফ্রিল্যান্সিং কি? 

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। অন্য কোনো দেশের বা নিজের দেশের কারো কাজ কম্পিউটার বা অনলাইনের সাহায্যে ঘরে বসে টাকা আয় করাকে বলে ফ্রিল্যান্সিং।


2. ফ্রিল্যান্সিং করতে কি কি প্রয়োজন?

আজকাল অনেক মানুষ আছে যারা জানে না ফ্রিল্যান্সিং কাকে বলে এবং অনেক মানুষ আছে যারা মনে করে থাকেন ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা একদম সহজ কিন্তু আসলেই কি তাই? ফ্রিল্যান্সিং করার জন্য সব থেকে গরুত্বপুর্ণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রবল ইচ্ছে শক্তি এবং কয়েকটি স্কিল এবং টেকনিকাল কিছু জিনিস প্রয়োজন যেগুলো না থাকলে আপনি কাজ করতে পারবেন না।  

সেগুলো হলো,

১. কম্পিউটার। 

২.ইন্টারনেট সংযোগ

আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য না কারণ ফ্রিল্যান্সিং করে সফল তখনি হবেন যখন আপনি কোনো কাজে দক্ষ হবেন। 


অনেকেরই ধারণা ফ্রিল্যান্সিং শুরু করার জন্য অনেক ভাল মানের কম্পিউটার প্রয়োজন কিন্তু আসলে কি তাই আসলে কিন্তু তা না আসলে কম্পিউটার ডিপেন্ড করে আপনার কাজের ওপর আপনি কি কাজটি করবেন লাইক আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ করেন তাহলে একটি কম প্রসেসর নরমাল কম্পিউটার দিয়ে কিন্তু আপনি কাজটি শুরু করতে পারেন.


এবার আসি আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাহলে কোন কম্পিউটার আপনার জন্য সবথেকে ভালো হবে

গ্রাফিক্স ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় সেটির মধ্যে কমন যে সফটওয়্যারগুলো সেটি হচ্ছে 

এডোবি ফটোশপ এবং এডোবি ইলাস্ট্রেটর 

এই দুইটি Software দিয়ে মূলত সমস্ত কাজ হয় আসলে এই দুটি সফটওয়্যার এর সাইজ অনেকটা বেশি তার জন্য একটু ভালো মানের কম্পিউটার প্রয়োজন হয় যেমন, intel core i 5 6-10 Gen, Ram -4GB  বা 8GB দিয়ে আপনার কাজ শুরু করতে পারেন।এই কনফিগারেশনের কম্পিউটার দিয়ে গ্রাফিক্স ডিজাইন একদম ভালো ভাবে করতে পারবেন।


3. ফ্রিল্যান্সিং যে কাজ গুলো আপনি শুরু করতে পারেন?

ফ্রিল্যান্সিং মানেই টাকা ইনকাম না। ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার জন্য সব থেকে গরুত্বপুর্ণ বিষয় হলো আগে কাজ শিখতে হবে।  কোনো একটি কাজে আপনাকে আগে দক্ষ হতে হবে তার পর আপনি চাইলে সেই কাজটিকে  আপনার পেশা হিসাবে  নিতে পারবেন।  কেউ কেউ বলে নির্দিষ্ট কিছু কাজের কথা এবং তাদের ধারণা সেই কাজ পৃথিবীতে অনেক ডিমান্ড কিন্তু আসলেই কি এটা সত্যি। সত্যিটা হলো পৃথিবীতে প্রত্যেকটি কাজের ডিমান্ড আছে অন্যের কোথায় কান না দিয়ে আপনার যে কাজটি ভালো লাগে সেই কাজটি শিখবেন এবং করবেন। তাহলেই আপনি সফল হবেন।  এবার বলি যে কাজ গুলো শিখে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন।

1. Digital Marketing

2. Web Design and Development

3. Graphics Design

উপরে উল্লেখিত ৩টি ক্যাটাগরির কাজ হলো প্রাইমারি ক্যাটাগরি কিন্তু এই ৩টি ক্যাটাগরির মধ্যে আরো অনেক সাব-ক্যাটাগরি আছে যেগুলোর একটি কাজ শিখে আপনি আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে পারেন। কিন্তু ,সেই সাব-ক্যাটাগরি গুলো কি কি তা জানলে আশা করি আপনাদের শিখতে সহজ হবে। 


How to start freelancing

1. Digital Marketing

  1. Search Engine Optimization (SEO)
  2. Social Media Marketing
  3. Social Media Advertising
  4. Local SEO
  5. Marketing Strategy
  6. Public Relations
  7. Content Marketing
  8. Video Marketing
  9. Email Marketing
  10. Web Analytics
  11. Text Message Marketing
  12. Crowdfunding
  13. Marketing Advice
  14. Search Engine Marketing (SEM)
  15. Display Advertising
  16. E-Commerce Marketing
  17. Influencer Marketing
  18. Community Management
  19. Mobile App Marketing
  20. Music Promotion
  21. Book & eBook Marketing
  22. Podcast Marketing
  23. Affiliate Marketing
  24. Other 

2. Web Design and Development 

  1. WordPress
  2. Website Builders & CMS
  3. Game Development
  4. Development for Streamers
  5. Web Programming
  6. E-Commerce Development
  7. Mobile Apps
  8. Desktop Applications
  9. Chatbots
  10. Support & IT
  11. Online Coding Lessons
  12. Cybersecurity & Data Protection
  13. Electronics Engineering
  14. Convert Files
  15. User Testing
  16. QA & Review
  17. Blockchain & Cryptocurrency
  18. NFT Development
  19. Databases
  20. Data Processing
  21. Data Engineering
  22. Data Science
  23. Other

3. Graphics Design

     1. Logo & Brand Identity
  1. Logo Design
  2. Brand Style Guides
  3. Fonts & Typography
  4. Business Cards & Stationery
  5. Gaming
     2. Game Art
  1. Graphics for Streamers
  2. Twitch Store
  3. Art & Illustration
     3.Illustration
  1. NFT Art
  2. Pattern Design
  3. Portraits & Caricatures
  4. Cartoons & Comics
  5. Tattoo Design
  6. Storyboards
  7. Web & App Design
     4. Website Design
  1. App Design
  2. UX Design
  3. Landing Page Design
  4. Icon Design
  5. Marketing Design
     5. Social Media Design
  1. Email Design
  2. Web Banners
  3. Signage Design
  4. Packaging & Covers
     6. Packaging & Label Design
  1. Book Design
  2. Album Cover Design
  3. Podcast Cover Art
  4. Car Wraps
  5. Visual Design
     7. Photoshop Editing
  1. Presentation Design
  2. Infographic Design
  3. Vector Tracing
  4. Resume Design
  5. Architecture & Building Design
  6. Architecture & Interior Design
  7. Landscape Design
  8. Building Engineering
  9. Building Information Modeling
  10. Fashion & Jewelry
     8. Fashion Design
  1. Jewelry Design
  2. Print Design
     9. T-Shirts & Merchandise
  1. Flyer Design
  2. Brochure Design
  3. Poster Design
  4. Catalog Design
  5. Menu Design
  6. Invitation Design
  7. Product & Characters Design
     10. Industrial & Product Design
  1. Character Modeling
  2. Trade Booth Design

4. ফ্রিল্যান্সিং এর জন্য ইংরেজি ভাষা কত টা জানতে হবে?


অনেক এই মনে করে থাকেন ফ্রিল্যান্সিং করার জন্য হয়তো অনেক ইংলিশ জানতে হবে।  এটা আসলেই একদম ভুল ধারণা কারণ, মার্কেটপ্লেসে যে buyer আছে তারাও ভালো ভাবে জানে এখানে সবাই খুবই ভালো ইংলিশ জানে না তাই তারাও খুবই সহজ ভাবে কথা বলে। কিন্তু ,তাই বলে আপনি এবারেই ইংলিশ যদি না জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং হয়তো করতে পারবেন না।  
বেসিক ইংলিশ শিখার জন্য আপনাদের ক্লাস ৮-৯ এর যে গ্রামার বই আছে সেই বই যদি ভালো করে পড়েন তাহলেই আপনি ভালো ভাবে ইংলিশ শিখতে পারবেন। 
তবে এখন অনলাইনের মাধ্যমে প্রায় সব কিছু করা সম্ভব। তাই যারা একদমই ইংলিশ জানেন না তাদের কোনো ভয় নেই কারণ আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে যে কোনো দেশ এর buyer এর কথা বুজতে পারবেন এবং তাদেরকেও আপনার কথা বুজাতে পারবেন।


5.ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোন মার্কেটপ্লেস সেরা?

আপনি যদি প্রফেশনাল ভাবে কাজ করতে পারেন বা যদি আপনি মনে করেন এই মূহর্তে কোনো buyer আপনাকে কাজ করতে দিলে আপনি কাজ করতে পারবেন তাহলে এখন সময় হয়েছে আপনার মার্কেটপ্লেসে যাবার। ফ্রিল্যান্সিং কাজের জন্য অনেক গুলো মার্কেটপ্লেস আছে কিন্তু কিছু মার্কেটপ্লেস আছে যেগুলোতে নতুন ফ্রীলান্সাররা খুবই তাড়াতাড়ি কাজ পায় বা কাজ পাবার সম্ভাবনা অনেক টাই বেশি। 
সেই মার্কেটপ্লেস গুলো হলো:

1. fiverr.com
2. freelancer.com
3. upwork.com

এই ৩টির মধ্যে আপনি প্রথমে fiverr.com এ কাজ করতে পারেন। তারপর কাজ করার পর তখন অন্য মার্কেটপ্লেসে যেতে পারেন। 


ফ্রিল্যান্সিং করার জন্য কেমন কম্পিউটার প্রয়োজন? কোন কাজের জন্য কোন ধরণের কম্পিউটার প্রয়োজন? দেখে নিন।

যদি আপনি মনে করে থাকেন ফ্রিল্যান্সিং মানে আপনাকে সব কিছু শিখতে হবে তাহলে আমি বলবো আপনি একদমই ভুল ভাবছেন কারণ এখানে উল্লেখ করা যেকোনো একটি সাব-ক্যাটাগরি শিখেই আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করতে পারেন এবং সেই কাজকেই আপনার পেশা হিসাবে নিতে পারেন।

এতক্ষন এই পোস্টটি কষ্ট করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুভ হোক।

আমাদের সাথেই থাকুন।




Post a Comment

0 Comments