Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

এই ওয়েব সাইটে আসার জন্য আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা শিখতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করতে হয় কিভাবে প্যাসিভ ইনকাম এবং একটিভ ইনকাম করতে হয় বা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে হয় তাই এই কাজগুলো আপনার শেখার জন্য আমাদের ওয়েবসাইটে সাথেই থাকবেন এখানে প্রতিদিন পোস্ট করা হয়। যদি কোন প্রশ্ন থাকে আমাদের যে কোন পোষ্টের নিচে গিয়ে কমেন্ট করবেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ। 👉 Welcome to this web site. Through this website you can learn how to earn online, how to earn passive income and active income or how to earn money at home, so stay with us on our website for your learning. If you have any questions comment below any of our posts or contact us directly. thank you.

কিভাবে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হবেন কোর্স করা ছাড়াই। বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন শিখুন ঘরে বসে।





    কি ভাবে নতুন অবস্থায় গ্রাফিক্স ডিজাইন শুরু করবেন? 

অনলাইনে ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে বাইরের দেশের কাজ করে দেওয়াকেই মূলত আউটসোর্সিং বা অনলাইন থেকে ইনকাম করা বলে।

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা এখানে আপনি আপনার ইচ্ছামত কাজ করতে পারবেন এবং আপনি ঘরে বসে কাজ করতে পারবেন এখানে যেহেতু ডলারের পেমেন্ট করা হয় এজন্য খুবই তাড়াতাড়ি এখানে ভালো কিছু করা সম্ভব। (কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব)


সারা পৃথিবীতে মানুষ 90 পার্সেন্ট এখন শুধুমাত্র ফ্রিল্যান্সিং করছে আপনি জেনে অবাক হবেন ফ্রিল্যান্সিং করে খুবই তাড়াতাড়ি মানুষ তাদের ক্যারিয়ার গড়তে এবং খুবই দ্রুত উদ্যোক্তা হয়ে উঠছে আপনি যদি চান খুবই দ্রুত সময়ের মধ্যে অনলাইন থেকে ইনকাম বা ফ্রিল্যান্সিং করে আপনার জীবন স্বাবলম্বী করবেন তাহলে এই পোস্টটি আপনার জন্য আপনি মনোযোগ দিয়ে পড়েন আশা করি কিছু শিখতে পারবেন। (কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব)


ফ্রিল্যান্সিং মানেই অনলাইনে কাজ করা এবং ফ্রিল্যান্সিং এর অনেকগুলো ক্যাটাগরির রয়েছে আপনি যেকোনো একটি ক্যাটাগরি ভালোভাবে শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং অনেক পপুলার একটি ক্যাটাগরি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন আপনি যদি কোন কিছু Design করতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করব গ্রাফিক্স ডিজাইন আপনার জন্য সেরা হবে।


বর্তমান সময়ে পুরো দেশ এখন ডিজিটাল যার কারণে কেউ আর লোকাল কোন কম্পিউটারের দোকানে গিয়ে কোন কিছু প্রিন্ট করে না সবাই চায় ইউনিক ভাবে একটি ডিজাইন করতে । ইউনিক ভাবে ডিজাইন করে নিতে আপনি যদি কোন কিছু ডিজাইন করতে ভালোবাসেন বা ডিজাইন করতে পারেন তাহলে আপনি অনলাইনে বিভিন্ন মার্কেটপ্লেসে সাহায্যে সেই ডিজাইনটা সেল করতে পারবেন অনেক বেশি টাকায়।


কোন কিছু ডিজাইন করাকেই গ্রাফিক্স ডিজাইন বলা হয় তবে এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে।  (কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব)


গ্রাফিক্স ডিজাইন এর ক্যাটাগরি: 

     1. Logo & Brand Identity
  1. Logo Design
  2. Brand Style Guides
  3. Fonts & Typography
  4. Business Cards & Stationery
  5. Gaming
     2. Game Art
  1. Graphics for Streamers
  2. Twitch Store
  3. Art & Illustration
     3.Illustration
  1. NFT Art
  2. Pattern Design
  3. Portraits & Caricatures
  4. Cartoons & Comics
  5. Tattoo Design
  6. Storyboards
  7. Web & App Design
     4. Website Design
  1. App Design
  2. UX Design
  3. Landing Page Design
  4. Icon Design
  5. Marketing Design
     5. Social Media Design
  1. Email Design
  2. Web Banners
  3. Signage Design
  4. Packaging & Covers
     6. Packaging & Label Design
  1. Book Design
  2. Album Cover Design
  3. Podcast Cover Art
  4. Car Wraps
  5. Visual Design
     7. Photoshop Editing
  1. Presentation Design
  2. Infographic Design
  3. Vector Tracing
  4. Resume Design
  5. Architecture & Building Design
  6. Architecture & Interior Design
  7. Landscape Design
  8. Building Engineering
  9. Building Information Modeling
  10. Fashion & Jewelry
     8. Fashion Design
  1. Jewelry Design
  2. Print Design
     9. T-Shirts & Merchandise
  1. Flyer Design
  2. Brochure Design
  3. Poster Design
  4. Catalog Design
  5. Menu Design
  6. Invitation Design
  7. Product & Characters Design
     10. Industrial & Product Design
  1. Character Modeling
  2. Trade Booth Design

এখানে উল্লেখিত অনেকগুলো ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন তবে ভয়ের কোন কারণ নেই কারণ এই সবগুলো ক্যাটাগরি আপনাকে শিখতে হবে না কারণ কোন মানুষ এই সবগুলো ক্যাটাগরিতে এক্সপার্ট হতে পারে না তখন আপনি কি করবেন?

আপনার এত ভাবছেন সবগুলো ক্যাটাগরি ভালো করে ডিজাইন না করতে পারলে গ্রাফিক্স ডিজাইনার হওয়া যাবে না এটা আসলে একদম ভুল কারণ কোনো মানুষই এই সবগুলো ক্যাটাগরিতে এক্সপার্ট হতে পারবেনা আপনি যখনই কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার দেখবেন তাদের সাথে কথা বলে দেখবেন তারা নিজেরাও যেকোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে সেই ক্যাটাগরি ভালভাবে ডিজাইন করে তারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছে মূলত আপনাকেও এই কাজটি করতে হবে এখান থেকে যেকোন একটি ক্যাটাগরি আপনার সিলেট করবেন মানেটা হচ্ছে যে ক্যাটাগরি আপনার ভালো লাগবে সেই ক্যাটাগরি সিলেক্ট করে


ভালো ভাবে ডিজাইন করা শিখবেন আপনি যখন এসেই ক্যাটাগরিতে একদম এক্সপার্ট হয়ে যাবেন তখনই আপনি মার্কেটপ্লেসে গিয়ে খুব সহজে কাজ করতে পারবেন এবং ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন


মার্কেটপ্লেসে প্রত্যেকটা কাজের চাহিদা আছে তবে গ্রাফিক্স ডিজাইনে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো ক্লায়েন্ট খুব বেশি চায় এবং বর্তমান জীবনে খুব বেশি সেই সার্ভিসগুলো ক্লায়েন্ট এর প্রয়োজন হয় এবং তার মধ্যে সবথেকে ভালো ক্যাটাগরি টি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন ওয়েবসাইট ডিজাইন এবং প্যাকেজিং ডিজাইন। (কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব)

ফ্রিল্যান্সিং কি? নতুন অবস্থায় যে কাজ শিখবেন। ফ্রিল্যান্সিং শুরু করার সকল কাজের লিস্ট একসাথে। What is freelancing?




150+ High quality SEO dofollow backlink website - Off page SEO


সোশ্যাল মিডিয়া ডিজাইন:

বর্তমানে পৃথিবীর প্রত্যেকটা মানুষই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড।তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকেই অনেক ধরনের ব্যবসা করে থাকে এবং সেই ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রয়োজন হয় এবং সেই পোস্টগুলো ডিজাইন করতে হয় এবং সোশ্যাল মিডিয়ার জন্য প্রোফাইল পিকচার কভার ফটো ডিজাইন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ডিজাইন এর জন্য ক্লায়েন্ট প্রফেশনাল মানুষ চায় তো আপনি যদি এই সোশ্যাল মিডিয়ায় খুব ভালোভাবে ডিজাইন করতে পারেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই কাজ পেয়ে জীবনে ভালো কিছু করতে পারবেন তো অনেকেই আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো আপনি যদি এই সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো কিছু করার অনেক সম্ভাবনা আপনার থেকে যাবে।  (কিভাবে গ্রাফিক্স ডিজাইন শিখব)

কোন কোন টাইপের সোশ্যাল মিডিয়া ডিজাইন আপনি শিখবেন?

পৃথিবীতে অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে তো আপনি যদি একজন সোশ্যাল মিডিয়া ডিজাইন এক্সপার্ট হতে চান এর মানে এই না আপনাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখতে হবে তবে কিছু কিছু জনপ্রিয় সোশাল মিডিয়া আছে যেগুলো খুবই বেশি ব্যবহৃত হয় তো আপনি যদি এই সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো শিখেন তাহলে আপনি ভালোবেসে করতে পারবেন।

যে সকল সোশ্যাল মিডিয়ার বেশি ব্যবহৃত হয়।
  1. Facebook
  2. YouTube
  3. Whatsapp
  4. Instagram
  5. Twitter
  6. LinkedIn
  7. Pinterest
  8. Tumblr

আপনি যদি এই আটটি সোশ্যাল মিডিয়ার ডিজাইন খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি মার্কেটপ্লেসে খুব ভালোভাবে টাকা ইনকাম করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি।


ওয়েবসাইট ডিজাইন:

পৃথিবীতে প্রতিদিন মানুষ বেড়েই যাচ্ছে ঠিক তেমনি ব্যবসাও বেড়ে যাচ্ছে তো এই ব্যবসার জন্য প্রত্যেকটা মানুষেরই ওয়েবসাইট প্রয়োজন তো আমি আপনাকে ওয়েবসাইট তৈরি করতে বলছি না কারণ ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইট ডেভলপাররা আপনি শুধু একটি ওয়েবসাইট ডিজাইন করবেন সেটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে তো আপনি যদি এই ওয়েবসাইটটা ডিজাইন করেন সেই ওয়েবসাইট ডিজাইন টা আপনার ক্লায়েন্টকে দেওয়ার পর সে অন্য একটি ওয়েব ডেভলপার কে আপনার ডিজাইনটি দিয়ে বলবে এরকম ডিজাইন করে করে দাও তো এভাবেই মূলত ওয়েবসাইট তৈরি করা হয় তো আপনি যদি এই ডিজাইনের কাথা শুধুমাত্র শিখেন তাহলে কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন কারণ ওয়েবসাইট ডিজাইনের প্রচুর পরিমাণে রয়েছে।

Packaging design



গ্রাফিক্স ডিজাইন বিনামূল্যে কিভাবে শিখবেন?

বর্তমানে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় ঠিক তেমনি আপনি যদি চান অনলাইন থেকে বিনামূল্যে গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে পারবেন।
উপরে উল্লেখিত ক্যাটাগরিগুলো যে ক্যাটাগরি গুলো রেকমান্ড  করেছি আপনারা যদি সেই ক্যাটাগরির শিখতে চান তাহলে ইউটিউবে সেই ক্যাটাগরি লিখে সার্চ করবেন। 

তবে এই কাজ শেখার জন্য আপনাকে আগে ফটোশপ ইলাস্ট্রেটর ভালোভাবে শিখতে হবে প্রত্যেকটা টুলসের ব্যবহার ভালোভাবে জানতে হবে তো আপনি যখন এই ফটোশপ ইলাস্ট্রেটর একদম এক্সপার্ট হয়ে যাবেন তখনই আমার রিকমেন্ড করা কাটাকাটি হলো আপনারা ভালোভাবে শিখবেন ইউটিউব থেকে বার করে লিখে সার্চ করবেন অনেক বিনামূল্যে টিউটোরিয়ালগুলো আপনারা পেয়ে যাবেন মূলত আপনি সেগুলো দেখেই ভালোভাবে শিখতে পারবেন।

প্যাকেজিং ডিজাইন:

প্যাকেজিং ডিজাইনের প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে মার্কেটপ্লেসে এবং ক্লাসের বাইরে তো আপনারা হয়তো বিভিন্ন ঔষধ এর প্যাকেটের সাথে বিভিন্ন ডিজাইন দেখতে পাবেন এবং সেটি মূলত প্যাকেজিং ডিজাইন বলা যায় তবে বিভিন্ন ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট ডিজাইন শিখতে পারবেন সেটা বলতে হয় লেভেল ডিজাইন প্যাকেজিং খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনার খুব ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন কারণ প্রত্যেকটা কোম্পানি প্রয়োজন ইউনিক ডিজাইন ডিজাইন করে সেই কোম্পানিকে দিতে পারেন তাহলে সেই কোম্পানির মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন।



Keyword :
মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন. 
গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট
গ্রাফিক্স ডিজাইন কোর্স
গ্রাফিক্স ডিজাইন শিখতে কতদিন লাগবে
গ্রাফিক্স ডিজাইন বেসিক
ki vabe graphics design shekha jai 
graphics design shekar free tutorial 
graphics design mobile diye
mobile diye graphics design
graphics design er somporno tutorial 
graphics design er free guidline


Post a Comment

0 Comments